12 Poems

Art and Poetry: Biswajit Das

 

 

 

How many moments are there in 12 months? 
How many thoughts hit our minds in 12 months?
And how many of them get the privilege of being articulated!
Here are those lucky ones.

Apologies to the unlucky, the forgotten ones.

2017.jpg

1.
I and me,
we were walking down the road.
our shadows,
so marvelously, were getting mixed and mixed
every third moment

I and me
we are the best friends
I and me
We are the worst enemies

 

 
1.jpg

১.
আমি আর আমি,
অর্থাৎ আমরা দুজন
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম
আমাদের দুজনের
অপস্রিয়মান ছায়া
কী আশ্চর্য্যভাবে একে অন্যের সাথে মিশে গেছিল

আমি আর আমি
অর্থাৎ আমরা দুজন
সবচেয়ে বন্ধু
আমি আর আমি
সবচেয়ে শত্রু


2.
it was midnight passing by
I woke up like a thirsty desert, but
without a drop, sat down like a summer noon and kept thinking about
fountains, rivers and clouds

you came in without knocking, in between this reverie
without knocking
I said I’ll talk to you tomorrow.
but you were my past
and past never has a tomorrow
we never spoke

 
2.jpg

২. 
মাঝরাতে ভীষণ জলতেষ্টা নিয়ে উঠলাম 
ঘরে দেখি কোথাও একফোঁটা জল নেই 
আকন্ঠ তৃষ্ণা নিয়ে বসে থকি 
আর ভাবি, ঝরনা, নদী আর মেঘের কথা 
এরই মাঝে না বলে তুমি আসো 
আর আমি অতিতে গিয়ে বলি, 
কাল এসো কথা হবে। 

অতিতের তো কোন আগামীকাল থাকে না,
তাই আর কথাও হয় না


3.
there are days
      evening is filled with flowery fragrances
there are days
      happiness everywhere
there are days
     from the morning storm and madness covers everything
there are days
     fire birds roam the whole sky
there are days
     no flower blooms
there are days
    the day passes and nobody comes

 
3.jpg

৩. 
একেকটা দিন সন্ধ্যারাতে 
              ফুলের সুবাস 
একেকটা দিন সকাল থেকেই 
              খুশির বাতাস 
একেকটা দিন দুপুর থেকেই 
         ভারী আকাশ, পাগলা হাওয়া
একেকটা দিন আগুন পাখির 
              এদিক ওদিক আসা যাওয়া একেকটা দিন রাত্তির হয় 
             ফুল ফোটেনা 
একেকটা দিন বেলা যায় 
             কেউ আসে না


4.
so many holes, cuts and cracks
in my old enough body
will I be able to swim back home?

4.jpg

৪. 
শরীরে অনেক ফুটোফাটা 
আর কী ভাসা যাবে 
ঘরের দিকে?


5.
like a desert traveler
comes the train
and absorbs the smalltown
our loved terrain

5.jpg

৫. 
মরুভূমির তৃষ্ণা নিয়ে আসে ট্রেন 
শুষে শুষে যায় 
মফস্বল স্টেশন


6.
your youth
will get free
like the butterfly from the cocoon
like the prince from the cursed monster

6.jpg

৬. 
পিউপায় বাঁধা প্রজাপতির মত 
একদিন তোমার যৌবন মুক্ত হবে 
যেভাবে মুক্ত হয় দৈত্যের পাপভ্রষ্ট প্রাণ


7.
a very long time ago
I burnt my hand at the burning ghat
which hand, I don’t remember now

7.jpg

৭. 
একদিন শবদাহ করতে গিয়ে 
পুড়েছিল হাত 
কোনহাত আজ আর মনেও পড়েনা


8.
it’s been a long time,
since
I have broken a rainbow with my hands

8.jpg

৮.
কতদিন দুহাতে রামধনু ভাঙ্গিনি


9.
in this very troubled time,
autumn came and went
without so much as a wave or smile

9.jpg

৯.
সমস্যা জর্জরিত সময়ে 
কখন যে শরৎ এসে চলে গেল টেরই পেলাম না


10.
every blank page knows many secrets
like
how we trip over our conscience
where? when? how?

10.jpg

১০. 
প্রত্যেক সাদা পাতা 
অনেক গোপন কথা জানে 
কীভাবে পদস্খলন হয় 
কীভাবে কখন কোনখানে


11.
broken moon,
be complete on a full moon night
and teach me how to become full again

11.jpg

১১. 
ভাঙ্গাচোরা চাঁদ 
পূর্ণ হও পূর্ণ হও 
পুর্ণিমার রাতে শিখিয়ে যাও 
কীভাবে ফিরে আসতে হয়


12.
I hated my cheeks, jaws
and everything around it

but now I have decided
I’ll see the world without borrowing a mask

let’s be done with the hate

12.jpg

১২. 
পছন্দের নয় 
আমার গাল, চিবুক এবং আরো কিছু 
অনেক মুখোশ পরা হল 
নিজেকেই পরে বেড়োব এবার


2018.jpg
 

Welcome to those potent moments
All those upcoming moments
pregnant with possibilities and promises

 
 

Biswajit Das is a creative director at an advertising agency by day, and an artist using the inside of paper-cups as his canvas by night.

Lookout Journalbiswajit das